আমাদের দেশের প্রধান সমস্যা হলো-মিথ্যা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জাতীয় অনৈক্য। এই সমস্যাগুলো বর্তমানে আমাদের সমাজে মরণব্যাধি ক্যান্সারের মতো প্রকট আকার ধারণ করেছে। এই মরণব্যাধি ক্যান্সার থেকে আমাদের দেশ তথা সমাজকে মুক্ত করতে হলে একটি অহিংস সমাজ সংস্কার আন্দোলনের বিকল্প নেই।
ইহা কেবলমাত্র বিভিন্ন ধরনের সমাজ কল্যাণ ও সমাজ সচেতনতা মূলক কাজের মাধ্যমে ব্যক্তি থেকে সমাজ এবং সমাজ থেকে একটি সুন্দর, সমৃদ্ধশালী ও দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবে। আমরা বিভিন্ন ধরনের সমাজ কল্যাণমূলক কাজ করে থাকি যার মধ্যে একটি হলো ক্ষুধার্তকে খাদ্য প্রদান।
আগামীকাল ২২ নভেম্বর ২০২৪, রোজ শুক্রবার সকাল ৯:৩০ টায় অহিংস সমাজ সংস্কার আন্দোলনের উদ্যোগে এবং ‘শাহাদাত এর ক্ষুদ্র ভাবনা’ এর সহযোগিতায় “উত্তরা হাউজ বিল্ডিং-আব্দুল্লাহপুর হতে এয়ারপোর্টের” দিকে আকাশের নিচে জমিনের উপরে ফুটপাতে অভুক্ত অবস্থায় যারা পড়ে থাকে তাদের সকালের নাস্তার ব্যবস্থা করবেন শাহাদাত এর ক্ষুদ্র ভাবনা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন। এসময় উপস্থিত থাকবেন, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার গোলাম মোর্ত্তজা, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় জনতা ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, বিশিষ্ট কবি ও সাংবাদিক আল মায়ামী এবং সংগঠনের প্রচার সম্পাদক ইমরান মাহমুদ।