মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালিব, ইলহান ওমর ও সামার লি মঙ্গলবার ইসরাইলের জন্য অস্ত্র নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধের দাবি জানিয়েছেন। গাজা উপত্যকায় আবারও বিমান হামলা শুরু হওয়ার পর তারা এই দাবি করেন। এই হামলায় এখন পর্যন্ত ৪০৪ জন নিহত হয়েছেন। তারা এই সহিংসতার নিন্দা জানিয়েছেন। ১৯ জানুয়ারি থেকে চলা যুদ্ধবিরতি এই হামলায় ভেঙে যায়। তালিব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘ইসরাইলের বর্ণবাদী প্রশাসন আবারও গণহত্যা শুরু করেছে। তারা গাজার সর্বত্র বিমান হামলা চালিয়ে শত শত ফিলিস্তিনিকে হত্যা করছে।’ তিনি আরও বলেন, ইসরাইলকে থামাতে নিষেধাজ্ঞা ও অস্ত্র নিষেধাজ্ঞা দিতে হবে। ওমরও একই কথা বলেছেন। তিনি লিখেছেন, ‘নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফেলেছেন। গাজায় নির্বিচারে শত শত মানুষকে হত্যা করছেন … এখনই অস্ত্র নিষেধাজ্ঞা দিতে হবে।’