Spread the love
রাস্তায় রড দেওয়ার কথা থাকলেও রড না দিয়ে রাস্তা নির্মান করে ঠিকাদার। কয়েক মাস পরে জোয়ারের পানির তোড়ে রাস্তা ভেঙে গেলে ডালায়ের মধ্যে রডের কোন অস্তত্ব খুজে পাওয়া যায়নি। এই রাস্তার কাজের সাথে যাহারা জরিত সবাই গা সারা জবাব দিয়েছেন। দেশের আনাচে কানাচে এই ভাবে আর কত চলবে। গুস, দূনীতি এমন ভাবে ডুকে পড়ছে এখান থেকে বাহির হওয়ার আর কোন পথ আছে বলে মনে হয় না।