বাগেরহাটের চিতলমারী থানার সন্তেষপুর ইউনিয়ানের চর কচুড়িয়া গ্রামের উত্তর পাড়া মৃধা বাড়ি জামে মাসজিদে, গত ১৩ ই ডিসেম্বর শুক্রবার ২০২৪ ইং তারিখে জুম্মার খুৎবার পূর্বে বয়ান করছিলেন মাওলানা শেহাব উদ্দীন কুরআন ও হাদিসের আলোচনা করার এক পর্যায়ে একই গ্রামের ইউনিয়ান কৃষক লীগেরসভাপতি মুজিবর মৃধা তীব্র বিরোধিতা করে। এ ঘটনায় দীর্ঘ দিন ধরে অস্তিরতা বিরাজ করছিল ঐ এলাকার মধ্যে।
কুরআন ও হাদিসের বয়ানে বিরোধিতা কারী ভারতের দালাল আওয়ামী লীগের দোসর মুজিবর মৃধাকে চিতলমারী থানা পুলিশ তার নিজ গ্রাম থেকে আজ ১৮ ডিসেম্বর (বুধবার) বিকাল পাঁচটায় আটক করে ।
এসময় চিতলমারী থানার সামনে মুজিবর মৃধার দৃষ্টান্ত মূলক শাস্তি চেয়ে মিছিল করতে দেখা যায় চিতলমারী ওলামা পরিষদ ও সাধারন জনতাদের ।
মিছিলের কয়েকজন ব্যাক্তি সাংবাদিকদের বলেন, চিতলমারী থানা পুলিশ ইসলামের শত্রু কুলাঙ্গার মুজিবর মৃধাকে আটক করেছে আমরা চিতলমারী থানা পুলিশের উপর খুশি ।
এই মিছিল থেকে আমরা বলতে চাই শুধু এই ইসলামের শত্রু ভারতের দালল আওমী দোষর মুজিবর মৃধা কে আটক করলেই হবে না, তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি যাতে এই মুজিব মৃধার শাস্তি দেখে বাংলার মাটিতে ইসলাম ধর্ম ও আলেমদের অপমানিত করার সাহস কেউ না পায়। এই মুজিবর মৃধা কখনো গ্রামের সাধরন মানুষকে মানুষ মনে কিরেনি। আওয়ামীলীগ দলের, ও ছেলে মেয়েদের চাকরির প্রভাব খাটিয়ে গ্রামের সাধরন মানুষদের ঝিম্মি করে রেখেছিল এই মুজিবর মৃধা,ছেলে মেয়েদের চাকরি দিয়েছে আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে। তার প্রভাব ও টাকার অহংকারে কেই কথা বলার সাহস পেতনা।
এসময় চিতলমারী ওলামা পরিষদের সভাপতি মাওলানা আজিজ বলেন, আমরা এই মিছিল থেকে বলতে চাই এই কুলাঙ্গার মুজিব মৃধাকে যদি দৃষ্টান্ত মূলক শাসস্তি না দেয়া হয় । তা হলে আমরা সারাদেশের ওলামা পরিষদ ও ইসলাম প্রিয় সাধারন জনতা আন্দলন করতে বাধ্য হবো।
বিস্তারিত আসছে ……….