Spread the love
এই হলো আমাদের দেশ আমলা তান্ত্রিক দেশ এখন আমলারা দেশ চালাচ্ছে। যা খুশি তাই করছে নৌকা ছাড়া মাঝি যেমন রাস্ট ছাড়া সরকার তেমন। যে খানে ব্রিজ দরকার সেখানে ব্রিজ নাই আর যেখানে মানুষের বসতি নাই, রাস্তা নাই সেখানে কি ভাবে ব্রিজ কালবাট তৈয়ার হচ্ছে সেটা সরকার বলতে পারবে না। এদেশের আমলারা কখন কি মর্জি সেটা তারাও জানেনা। জানে শুধু জনগন। যেই জনগন এই আমলাদের দ্বারা ভোগান্তিতে পড়ছে তারাই বলতে পার বে। আজ যে যে ভাবে পারছে ইনকাম করছে শুধু ই সরকারের টাকা লোপাট হচ্ছে। কিন্তু আজ সরকার কি করবে, এদেশের হত ভাগা জনগনের ভাগ্যের চাকা জ্যামে আটকে আছে। যদি বিধাতা চায় তবেই মুক্তি।