যতদূর চোখ যায়, শুধুই ধ্বংসের দৃশ্য। উপড়ে পড়া গাছ, ইসরাইলি কামানের গোলায় সৃষ্টি হওয়া গর্ত, অনুর্বর মৃতভূমি। নেই জলপাই গাছ, নেই সবুজে মোড়া মাঠ। কৃষিজমিগুলো পরিণত হয়েছে ধু-ধু মরুভূমিতে। অনাহারে মরছে মানুষ, অথচ ফসল ফলানোরও উপায় নেই। ইসরাইলের গোলাবারুদে পুড়ে ছাই হয়ে গেছে গাজার ৮২ শতাংশ ফসলি জমি। দ্য গার্ডিয়ান ও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।