গৃহপালিত পশুরা তার মনিবকে ছেড়ে যেতে চায়না আজ এই পশুর কান্না বড় কস্টের বড়ই নিদারুন। ভাল বাসা পৃথিবীতে এখন বিদ্ব মান সমুন্নত। আর আমরা মানুষেরা অর্থব্য অকৃতজ্ঞ অমানুষ নিবোধ, মানুষ উপকারির উপকার স্বিকার করেনা। বউ শশুর শাশুরী পেয়ে বাবা মাকে ভুলে যায়। যাদের জন্য এই পৃথিবী দেখলো তারাই গাদের কাছে অবহেলিত।সংক্ষেেপে মানুষ পশুর চাইতে খারাপ।