1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে পর্যাপ্ত ব্যবস্থাপনার দাবীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো বাংলাদেশ কাজ করছে - এখনই সময় টিভি
May 19, 2025, 12:47 pm

মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে পর্যাপ্ত ব্যবস্থাপনার দাবীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো বাংলাদেশ কাজ করছে

Reporter Name
  • Update Time : Sunday, January 15, 2023
  • 257 Time View

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মশক নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থাপনার দাবীতে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতৃবৃন্দের আয়োজনে সংবাদ সম্মেলন। ঢাকা: ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এ, ই, আই, ও এল ব্লকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে পর্যাপ্ত ব্যবস্থাপনার দাবীতে সম্মিলিত উদ্যোগে কাজ করছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সম্পাদক নাওমি সুমাইয়া রহমান; বাংলাদেশ ছাত্রলীগ ইডেন মহিলা কলেজ কমিটির সহ সভাপতি কল্পনা বেগম; এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-দপ্তর সম্পাদক ললিতা গুলশান মিতা। এ লক্ষ্যে তাঁরা রাজধানীর ঢাকার রিপোর্টারস ইউনিটি সাগর রুনি মিলনায়তনে যৌথভাবে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। সংবাদ সম্মেলনে আয়োজকবৃন্দ এক লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এ, ই, আই, এল ব্লকে পানি নিষ্কাশনের জন্য একটি বড় খাল রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খালের পানি ময়লা দূর্গন্ধযুক্ত হয়ে পরেছে। এর ফলে মশার বিস্তার বেড়েছে যা স্থানীয় জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। নিয়মিত মশা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা হলেও তা সঠিকভাবে কার্যকর হচ্ছে না। এই এলাকা প্রায় ২০, ০০০ নাগরিকের আবাসস্থল। এই এলাকায় বেশিরভাগই বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী বসবাস করায় তাদের পড়াশোনা ও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। শুধু মশার প্রকোপ নয়, অতিরিক্ত দূর্গন্ধে সৃষ্টি হচ্ছে বায়ু দূষণ। নাগরিকদের জীবনমান উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় আয়োজকবৃন্দ সংবাদ সম্মেলনে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণের সুপারিশ করেন। সংবাদ সম্মেলনে ছাত্রলীগ ও বিএনপি’র এই তরুণ রাজনীতিবিদরা জানান, তাঁরা ইতিমধ্যে এলাকার নাগরিকদের জীবনমান উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় স্থানীয় ২০৩ জন নাগরিকের স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র স্থানীয় কাউন্সিলরের কাছে হস্তান্তর করেন। তাঁরা আশা করছেন, শীঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে যথার্থ উদ্যোগ গ্রহণ করে বসুন্ধরা আবাসিক এলাকার এই গুরুত্বপূর্ণ নাগরিক সমস্যা সমাধানে এগিয়ে আসবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV