বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে দেশবাসীকে আহ্বান জানাই। এই দিনটি বাঙালি জাতির আত্মপরিচয়ের সংগ্রামের এক অনন্য মাইলফলক। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতার পথে অগ্রসর হয়েছিলাম।
স্বাধীনতা অর্জনের এই পথ সহজ ছিল না। মহান মুক্তিযুদ্ধের নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধারা আত্মত্যাগের বিনিময়ে এনে দিয়েছেন আমাদের স্বাধীন বাংলাদেশ। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেইসব শহীদদের, যাঁরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতার বীজ বুনেছিলেন।
কিন্তু স্বাধীনতার ৫৪ বছরেও আমরা এখনো সেই স্বপ্নের বাস্তবায়ন করতে পারিনি, যে স্বপ্ন ছিল সাম্য, ন্যায়বিচার ও গণতন্ত্রের। আজও বৈষম্য, দারিদ্র্য, দুর্নীতি ও গণতান্ত্রিক অধিকার হরণের চ্যালেঞ্জের মুখে দেশ। বাংলাদেশ গণমুক্তি পার্টি বিশ্বাস করে, প্রকৃত স্বাধীনতা তখনই অর্জিত হবে, যখন দেশের প্রতিটি নাগরিক সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা নিয়ে বাঁচতে পারবে।
আমরা এই মহান দিনে শপথ গ্রহণ করছি, একটি শোষণমুক্ত, সর্বজনীন গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমরা আপসহীনভাবে লড়াই চালিয়ে যাবো। জনগণের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য আমাদের সংগ্রাম চলবে অবিরাম।
মহান স্বাধীনতা দিবস আমাদের অনুপ্রেরণা যোগাক, নতুন শক্তি দিক—এই প্রত্যাশায় বাংলাদেশ গণমুক্তি পার্টি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে আসুন, সবাই মিলে একসঙ্গে একটি সুখী, সমৃদ্ধ ও সর্বজনীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি। আমরা প্রতিহিংসামূলক রাজনীতি পরিহার করে কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের মুক্তির জন্য সর্বজনীন কল্যাণে সর্বজনীন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই।