ফলের মাছিদের মধ্যে যেসব পুরুষ মাছি অ্যালকোহল পান করে এরা নারী মাছিদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। সম্প্রতি প্রকাশিত নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, যদি পুরুষ মৌমাছির খাবারে অ্যালকোহল যুক্ত করা হয় তবে তারা আরও রাসায়নিক নির্গত করে যা নারীদের আকর্ষণ করে।তাছাড়া এটি পুরুষ মৌমাছির প্রজনন স্বাস্থ্যেরও উন্নতি ঘটায়। আর প্রজননের জন্য তাদের মধ্যে সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষাও বেড়ে যায়। ফলের মাছি বা ‘ড্রসোফিলা মেলানোগ্যাস্টার’ নামের মাছিরা বেশিরভাগ সময়ই খাবারের আবর্জনার আশপাশে ঘোরাফেরা করে। কারণ এরা পচা ফল খায়, যা ধীরে ধীরে অ্যালকোহল তৈরি করে।