গোটা ভারতবর্ষকে যিনি বদলে দিয়েছিলেন তিনি ছিলেন মোগল সম্রাট আওরঙ্গজে বর্তমানে ভারতের মহারাষ্ট্রের ক্ষুদ্রাবাদ এলাকায় রয়েছেন তাঁর কবর তিনি অর্ধ শতাব্দী ভারতবর্ষকে শাসন করেছিলেন তিনি একা দ্বারে ন্যায় বিচারক নির্ভীক সাহসী ছিলেন। তিনি তার বেতনের এক টাকাও নিজে খরচ না করে গরিবের মাঝে বিলিয়ে দিতেন তিনি কোরআন লিখে টুপি সেলাই করে এবং বিক্রি করে যেই টাকা পেতেন তা দিয়ে তিনি নিজের খরচ মেটাতেন এমন একজন নেই পরায়ণ সম্রাটের মাজার ভাঙার জন্য হিন্দুত্ববাদীরা উঠেও উঠে পরে লেগেছে। ভারতবর্ষে মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র চলছে