1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
মৌলভীবাজারের নবীন আইনজীবী  সুজন মিয়ার হত্যাকারীদের গ্রেফতার করুন-  এড আবেদ রাজা - এখনই সময় টিভি
May 11, 2025, 9:40 pm

মৌলভীবাজারের নবীন আইনজীবী  সুজন মিয়ার হত্যাকারীদের গ্রেফতার করুন-  এড আবেদ রাজা

Reporter Name
  • Update Time : Monday, April 7, 2025
  • 23 Time View

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বিএনপি এবং কুলাউড়ার গণমানুষের নেতা, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য, কারানির্যাতিত নেতা,সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তি এড আবেদ রাজা মৌলভীবাজারের পূর্ব হিলালপুরের বাসিন্দা, মৌলভীবাজার কোর্টের আইনজীবী সুজন মিয়ার হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবী জানান।
তিনি বলেন, যতটুকু জেনেছি মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ৬ এপ্রিল,২৫- রোববার রাত অনুমান ১১ টায় মৌলভীবাজার পৌরসভার সন্মুখের  সড়কের পার্শ্বের ফুচকার দোকানের সামনে। এটি একটি প্রকাশ্য স্থান। ঘাতক চিহ্নিত করা মোটেই কঠিন কাজ নয়। যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কোর্ট-কাচারীতে কাজ করতেন আজ তাঁর পরিবার ন্যায় বিচার প্রাপ্তির জন্য ধরণা দিতে হচ্ছে! কি বিচিত্র! গোয়েন্দা তৎপরতা কত দুর্বল তা বার বার নাগরিকদের মর্মাহত করে।
এড. সুজন আর পৃথিবীতে ফিরে আসবে না কিন্তু সুবিচারের মাধ্যমে এ ধরণের মর্মস্পদ ঘটনা অনেকটা রোধ করা সম্ভব।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আল্লাহ যেন তাঁকে বেহেশত নসিব করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV