Spread the love
নতুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন নুজহাত সাবিহা পুষ্পিতা আগামীকাল রবিবার (২৬সেপ্টেম্বর ২০২১) সকাল ৭টা ৪০ মিনিটে চ্যানেল আই এর নিয়মিত আয়োজন “গান দিয়ে শুরু” অনুষ্ঠানে জনপ্রিয় কিছু আধুনিক গান পরিবেশন করবেন।
গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
১.যখন থামবে কোলাহল
২.তুমি চেয়েছিলে ওগো জানতে
৩.খোলা জানালা
৪.আয়রে মেঘ আয়রে
৫.কথা বলো না বলো ওগো বন্ধু ইত্যাদি
ইতোপূর্বে প্রকাশিত পুষ্পিতার মিউজিক ভিডিও “বৃষ্টির রেলগাড়ি” ও “মাটির ফুল” ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে।
উল্লেখ্য, তার গাওয়া “প্রাণ সখিরে ঐ শোন কদম্বতলে” গানটি ইতোমধ্যে মিলিয়ন ভিউ অতিক্রম করেছে।
youtube : Pushpita Official
Facebook : pushpitaofficial