লক্ষ্মীপুরের রায়পুরের উত্তর চরবংশীতে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বিএনপি কর্মী ও স্পেন প্রবাসী সাইজ উদ্দিন নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে তার বড় ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে রায়পুর থানায় মামলাটি করেন। অপরদিকে হত্যার জের ধরে পরদিন তিন বাড়ীতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিপক্ষের লোকজন। ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের মুল মদদদাতা ব্যক্তিকে আড়ালে রেখে একটি প্রভাবশালী মহল ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টার অভিযোগ উঠেছে।