লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত স্থানীয় নেতা জসিম উদ্দিনের হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল দশ টা, ২নং উত্তর চরবংশী ইউনিয়নের খাশেরহাট সড়কে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় নিহতের পরিবার, স্বজন ও স্থানীয় শত শত মানুষ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তব্যে জসিমের বোন বলেন, “বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের বলি হয়েছে আমার ভাই। সে নিরপরাধ ছিল, তবু এখনো হত্যাকারীরা ধরা পড়েনি। আমরা বিচারের আশায় অপেক্ষা করছি।
Leave a Reply