1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
রেলওয়ের বর্ধিত ভাড়া প্রত্যাহার ও ঔষধের দাম কমানোর দাবিতে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির নাগরিক বিক্ষোভ - এখনই সময় টিভি
May 21, 2025, 9:47 am

রেলওয়ের বর্ধিত ভাড়া প্রত্যাহার ও ঔষধের দাম কমানোর দাবিতে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির নাগরিক বিক্ষোভ

Reporter Name
  • Update Time : Thursday, May 9, 2024
  • 117 Time View

আজ ৯ মে বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় মানবাধিকার সংগঠন বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি-বিসিআরএস এর উদ্যোগে রেলওয়ের ভাড়া বৃদ্ধি, বিদ্যুৎ, গ্যাস, পানি, ঔষধসহ নিত্যপণ্যের উর্দ্ধমূল্যের প্রতিবাদে নাগরিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির চেয়ারম্যান জাকির হোসেন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটির নির্বাহী পরিচালক এস এম তাজুল ইসলাম, পরিচালক হুমায়ুন কবির, প্রদীপ কুমার পাল, রেজাউল করিম, সদস্য এস এ আলমগীর, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোঃ হারুন-অর-রশিদ, হিউম্যান রাইট্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি মোঃ রমিজ উদ্দিন রুমি, মফস্বল সাংবাদিক এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন চৌধুরী, গ্লোবাল জার্নালিস্ট কাউন্সিল ইন বাংলাদেশ এর সভাপতি মোঃ মিজানুর রহমান, নাগরিক পরিষদের আহ্বায়ক মোঃ শামসুদ্দিন, সোসাইটির নারী সদস্য শাবনাজ আক্তার সাহানা প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে রেলওয়ের বর্ধিত ভাড়া প্রত্যাহার, জীবন রক্ষাকারী ঔষধের দাম, বিদ্যুৎ, গ্যাস, পানি এবং নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান এবং এই মূল্য বৃদ্ধির সাথে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
উক্ত কর্মসূচির পূর্বে দেশে চলমান তীব্র তাপদাহে অতিষ্ট মেহনতি, দিনমজুর, রিক্সা ও ভ্যান চালকসহ সাধারণ পথচারীদের মাঝে সামান্য স্বস্তি ফিরিয়ে দিতে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV