নতুন বছরের প্রথম মাসেই মুক্তি পাবে বলিউডের কিংখ্যাত শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ‘পাঠান’। এই সিনেমার মধ্য দিয়ে আট বছর পর আবারো বড় পর্দায় দেখা যাবে এই জুটিকে। ২৫০ কোটি টাকা বাজেটের এই ছবিতে শাহরুখ ও দীপিকা ছাড়াও দেখা যাবে জন আব্রাহাম, সালমান খান, আশুতোষ রানা, ডিম্পল কাপাডিয়াসহ বলিউডের জনপ্রিয় তারকাদের। চলতি বছর শেষ ‘বীরাঙ্গনা ৭১’ নামে একটি সিনেমা মুক্তির মধ্য দিয়ে। এম সাখাওয়াত হোসেন পরিচালিত এ সিনেমাটি মুক্তি পাবে ৩০ ডিসেম্বর। এতে বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শিরীন শিলা। হাতে তেমন ছবি নেই অনিল কাপুরের বড় মেয়ে সোনম কাপুরের। চলতি বছর আগস্ট মাসেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। তাই এই ফাঁকে নিজের মাতৃত্ব উপভোগ করছেন সোনম। শিল্পপতি আনন্দ আহুজাকে বিয়ে করার পর থেকে লন্ডনেই সংসার পেতেছেন সোনম।