মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার ৩০ এপ্রিল এক বিবৃতিতে বলেছেন, আজ ১লা মে মেহনতি মানুষের অধিকার আদায়ের ইতিহাসে এক অনন্য দিন। ১৮৮৬ সালে এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাঁদের আত্মদানের মধ্যে দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। মহান মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের ঐক্য, সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক। এই দিনে বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে দেশ-বিদেশের সকল শ্রমজীবী ভাই-বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন।
শ্রমিক শ্রেণির ঘামে নির্মিত হয় সভ্যতার প্রতিটি স্তম্ভ, আর তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হলে কোনো সমাজই টেকসই উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারে না। দুর্ভাগ্যজনকভাবে, আজও দেশের বহু শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত।
বাংলাদেশ গণমুক্তি পার্টি মনে করে, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হলে রাষ্ট্রীয় নীতিমালায় মৌলিক পরিবর্তন আনা জরুরি। আমরা অন্তর্বর্তী সরকারের নিকট আহ্বান করছি, শ্রমিকের ন্যায্য মজুরি, কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং শ্রমিকদের ন্যূনতম মজুরি পঁচিশ হাজার টাকা কার্যকর করা হোক। আমরা সকল প্রকার শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।
মে দিবস আমাদের নতুন করে অনুপ্রাণিত করুক— সর্বজনীন গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমিক শ্রেণির নেতৃত্বে একটি শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে।
Leave a Reply