১০ মার্চ ২০২৪ রবিবার সন্ধায় রাজধানীর হোটেল অরনেট ইন্টারন্যাশনাল হলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ” সমাজ উন্নয়নে নারীদের ভূমিকা ” শীর্ষক আলোচনা সভা গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটির উদ্যোগে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান গীতিকবি সেলিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম.মোজাম্মেল হক এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী, উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক মো.মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, গীতিকার ও সুরকার শেখ শাহ আলম, আলহাজ্ব ড.মো.আব্দুর রহিম,প্রখ্যাত কণ্ঠশিল্পী আলম আরা মিনু,গীতিকার গোলাম কিবরিয়া, ড.শাহ মোহাম্মদ সেলিম রেজা চৌধুরী, লায়ন জেবিন সুলতানা কান্তা, গোলাম ফারুক মজনু। স্বাগত বক্তব্য রাখেন এম শফিক উদ্দীন অপু।
সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট লেখক, গবেষক এবং ব্যাংকার রিফাত মাহবুব সাকিব মাদার তেরেসা স্মারক সম্মাননা গ্রহণ করেছেন। লেখকের বর্তমান সময়ের আলোড়িত ৩ টি বই প্রকাশ করার জন্য লেখক হিসাবে রিফাত মাহবুব সাকিবকে মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম.মোজাম্মেল হক এমপি তার হাতে এ পুরস্কার তুলে দেন। সম্প্রতি তার একিট শর্ট ফিল্ম রিলিজের অপেক্ষায় “মায়ের চিঠি”। যেটি ইন্ডিয়ার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এছাড়া লেখক ইতোপূর্বে সাউথ এশিয়া বিজনেস অ্যাওয়ার্ড, মহত্মাগান্ধি অ্যাওয়ার্ডসহ জাতীয় আন্তর্জাতিক নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি মাদার তেরেসা পুরস্কার পাওয়ায় তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় বলেন, প্রতিটি কাজের একটি পুরস্কার সেই কাজের স্বীকৃতি। আমি ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিককভাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরসকার পেয়েছি। এতে করে আমার কাজ করার আগ্রহ আরও বেড়ে গেছে। ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতির একটি বিপ্লব ঘটবে। সেখানে আমার লেখা ৩টি বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমি পাঠকদেরকে আমার বই ৩টি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়াও তিনি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, দেশী-বিদেশী সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে জানান।
Leave a Reply