1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
সিরিয়া ছাড়া সম্পর্কে সবাইকে অন্ধকারে রেখেছিলেন আসাদ । এখনই সময় টিভি । - এখনই সময় টিভি
May 19, 2025, 6:51 am

সিরিয়া ছাড়া সম্পর্কে সবাইকে অন্ধকারে রেখেছিলেন আসাদ । এখনই সময় টিভি ।

মনসুর রহমান পাশা ।
  • Update Time : Sunday, December 15, 2024
  • 43 Time View

বিদ্রোহীদের হাতে দামেস্কের পতনে গত শনিবার রাশিয়ায় পালিয়ে আশ্রয় নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবার। তবে আসাদ ঝুঁকিপূর্ণ সময়ে নিরাপদে কীভাবে রাশিয়ায় গেলেন, তা নিয়ে অনেকের কৌতুহল রয়েছে। সিরিয়ার আসাদের শেষ দিন কেমন ছিল তা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

গত শনিবার বিদ্রোহীদের দামেস্ক দখলের হুমকির মুখে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রায় ৩০ জন সামরিক এবং নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে এক বৈঠকে বসেন আসাদ। বৈঠকে তিনি বলেন, রুশ সামরিক সহায়তা আসছে এবং স্থলে অবস্থানরত বাহিনীকে প্রতিরোধ চালিয়ে যেতে অনুরোধ করেন।  কিন্তু এর কয়েক ঘণ্টা না যেতে খবর আসে, আসাদ দেশ ছেড়ে সপরিবারে পালিয়েছেন।

আসাদ ও তার পরিবার বর্তমানে মস্কোতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছে। তার ফ্লাইটটি রাডারের বাইরে থেকে পরিচালিত হয়েছিল। রাজধানী দামেস্ক দখলের সময় বিদ্রোহীদের হাত থেকে রক্ষা পেতে তার এই পলায়ন।

আসাদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এনবিসি নিউজকে বলেছেন, রাশিয়ায় বাশার আল-আসাদ সুরক্ষিত।  তাকে খুব নিরাপদে রাশিয়ায় আনা হয়েছে।  তবে তিনি বিস্তারিত তথ্য দেবেন না।

গত সোমবার ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসাদকে রাশিয়ায় আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন।  সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধে আসাদের পতন ইরান এবং রাশিয়ার জন্য বড় ধাক্কা।  পশ্চিমাদের ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি সত্ত্বেও আসাদের শাসনকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল মস্কাে এবং তেহরান।

রিয়াবকভ এনবিসিকে বলেছেন, ‘তিনি (আসাদ) সুরক্ষিত, এবং রাশিয়া এইরকম পরিস্থিতিতে প্রয়োজন অনুসারে কাজ করে’।

তিনি আরো বলেন, ‘আসাদ কীভাবে রাশিয়ায় এসেছে, কী ঘটেছে এবং কীভাবে এটি সমাধান করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাবেন না’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV