নির্বাচন, সংস্কার এবং গণহত্যা-ফ্যাসিবাদে জড়িতদের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ- এ তিন ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে নানা সংকট সৃষ্টি হয়েছে।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বড় দলগুলো যখন একে অপরের বিপরীত অবস্থান নিচ্ছে, তখন ঐকমত্য হওয়া বেশ কঠিন। গণহত্যা ও ফ্যাসিবাদে জড়িতদের বিচার ভোটের আগে দৃশ্যমান দেখতে চায় বিএনপি। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত যা বলা হয়েছে সেটি হলো- জনগণ নির্ধারণ করবে কোন দল থাকবে কি থাকবে না। জনগণকেই এ ব্যাপারে সিদ্ধান্ত দিতে হবে।