মিশরের বিশেষ ফোর্সেস অফিসার এবং উচ্চ পদস্থ কর্মকর্তা সাইফ আল আদেলকে আল কায়েদের প্রধান করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র তার মাথার দাম আগে থেকেই ১ কোটি ডলার ঘোষণা দিয়ে রেখেছিল। জাতিসংঘ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। * উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিজের কন্যার ছবি সংবলিত নতুন একটি স্মারক ডাকটিকিটি উন্মোচন করেছেন। যা বিশেষজ্ঞরা পারমাণবিক অস্ত্রধারী দেশের উত্তরাধিকারী হিসেবে তার উত্থানের আরেকটি লক্ষণ হিসাবে বর্ণনা করেছেন। এর আগে নভেম্বরে দেশের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় কিম তার মেয়ের সঙ্গে ছবি তুলে প্রকাশ করেছিলেন। * সৌদি আরবের বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের প্রধান আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল রাবিয়াহ স্থানীয় একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি বলেন, সৌদি আরব সরকার তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প-বিধ্বস্ত এলাকায় তিন হাজার অস্থায়ী ঘর নির্মাণ করবে। * ভূমিকম্পের দশম দিনে তুরস্কের আন্তাকিয়া থেকে মা ও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা প্রায় ২২৮ ঘণ্টা ধ্বংসস্তূপে আটকা ছিলেন। উদ্ধার হওয়া ওই নারীর নাম ইলা ও তার দুই সন্তান মেইসাম ও আলী। তাদের বিধ্বস্ত অ্যাপার্টমেন্টের ব্লক থেকে উদ্ধার করা হয়।