পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের গ্রেফতার ঠেকাতে তার বাড়ির সামনে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। পাকিস্তানের নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ মামলায় ইমরান খান তার র্অর্ন্তবতীকালীন জামিনের মেয়াদ বাড়াতে লাহোর হাইকোর্টে আবেদন করেছিলেন। * সৌদি আরব বলেছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো রাখলে সবারই মঙ্গল হবে। জার্মানির মিউনিখে শনিবার নিরাপত্তা সম্মেলনে এ কথা বলেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। খবর আনাদোলুর। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার দেশ যুদ্ধ থামাতে কিয়েভ ও মস্কোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিষয়টি খুবই জটিল। * চিঠি পাঠানোর ১০০ বছর পর তা এসে প্রাপকের ঠিকানায় পৌঁছেছে। আশ্চর্যজনক এ ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। ১৯১৬ সালে পাঠানো ওই চিঠিটি সম্প্রতি দক্ষিণ লন্ডনের হ্যালেট রোডের ঠিকানায় আসার পর এ নিয়ে হইচই শুরু হয়। * ইসরাইলের দখলকৃত পশ্চিমতীরে অবৈধ বসতি সম্প্রসারণে সিদ্ধান্তে উদ্ধেগ প্রকাশ করেছে বেশ কয়েকটি লাতিন আমেরিকার দেশ। আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো এবং চিলি গত শুক্রবার বলেছে যে তারা পশ্চিমতীরে বসতি বাড়ানোর ইসরাইলের সিদ্ধান্তে ‘গভীরভাবে উদ্বিগ্ন’।