২০১৩ সালের ধর্ষণের একটি মামলায় এবার ভারতের স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর (৮১) যাবজ্জীবন কারাদ- হয়েছে। মঙ্গলবার গুজরাটের একটি আদালত এ রায় ঘোষণা করেন। এ মামলায় সোমবারই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। খবর হিন্দুস্তান টাইমসের।দ-প্রাপ্ত আসারাম বর্তমানে যোধপুর কারাগারে রয়েছেন। ২০১৩ সালে এক কিশোরীকে ধর্ষণের দায়ে তিনি কারাবন্দি রয়েছেন আশ্রমের এক সাবেক শিষ্যা আসারামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা চলছিল এতদিন। * বিশ্বকাপের টিকিটপ্রাপ্ত বা হায়া কার্ডধারীরা বিশ্বকাপ শেষ হওয়ার পর আরও ৯০ দিন কাতারে অবস্থান করতে পারবেন। বিশ্বকাপ উপলক্ষ্যে বিভিন্ন দেশ থেকে আগত দর্শকদের আতিথেয়তাসহ বিভিন্ন সেবা দিতে ‘হায়া কার্ড’ চালু করেছিল কাতার। দেশটির তথ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৪ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত হায়া কার্ডের মেয়াদ বাড়ানো হয়েছে। * ইউক্রেনে পশ্চিমা ট্যাংক ধ্বংস করলে মিলবে পুরস্কার। ইউক্রেনে যুক্তরাষ্ট্র নির্মিত আব্রামস বা জার্মান লেপার্ড টু ট্যাংক প্রথম ধ্বংস বা আটক করা রুশ সেনাকে এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের অঙ্কটাও কম না। রুশ মুদ্রা রুবলে এই পুরস্কার মূল্য ৫০ লাখ। পুরস্কারের এই ঘোষণা দিয়েছে রুশ কোম্পানি ফোরেস। চলতি সপ্তাহে কোম্পানিটি এই পুরস্কারের ঘোষণা দেয়।