মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মঙ্গলবার তার বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের প্রস্তুতির সময় তার স্ত্রী মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের আলোচিত চুমুর ঘটনা নিয়ে এখন চলছে আলোচনা। * গত বছর ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিগত ২৪ ঘণ্টা রাশিয়ার জন্য ভয়ঙ্কর সময় ছিল বলে দাবি করেছে কিয়েভ। কারণ এই সময়ে দেশটির সহস্রাধিক সেনা নিহত হয়েছেন। ইউক্রেন বলছে, তীব্র শীতকালীন আক্রমণের লক্ষ্যে মস্কো কয়েক হাজার নতুন সেনা এবং ভাড়াটে সেনা নিয়োগ করেছে। * দেবমিতা দের সঙ্গে চারহাত হলো এ গায়কের। দেবমিতা ও তার বোন সুস্মিতা জুটি বেঁধে গান করেন। তাদের ব্যান্ডের নাম ইন্ডিসাইস। জুটির বিয়েতে হাজির ছিলেন টালিউডের বেশ কিছু পরিচিত মুখের। অভিনেত্রী অলিভিয়া সরকারের ঘনিষ্ঠ বান্ধবী দেবমিতা। ছোটবেলার বন্ধুর বিয়েতে উপস্থিত হয়েছিলেন তিনিও।