এখনই সময় টিভি : ইউক্রেনের বাসিন্দাদের রাশিয়ার বিরুদ্ধে কামানের খোরক এবং মানবঢাল হিসেবে ব্যবহার করছে পশ্চিমারা বলেন পুতিন * মিয়ানমার উপকুল থেকে রোহিঙ্গা বোঝাই ডুবন্ত নৌকা থেকে ১৫৪ জন রোহিঙ্গা উদ্ধার করে তুলে দেওয়া হলো মিরানমারেরে নৌবাহিনীর হাতে তুলে দেয়া হয় * ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরাইলের গুলিতে ৩ ফিলিস্তিনী নিহত * এরদোয়ান বলেন, তুরস্ক সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার জন্য সব বাধা অতিক্রম করছে। যেকোন মূল্যে সন্ত্রাসীদের নির্মুল করা হবে। তিনি আরো বলেন আমাদের ভাগ্য কারো হাতে নেই, জাতি আমাদের ভাগ্য নির্ধারণ করবেন। প্রযোজনা উপদেষ্টা: মনসুর রহমান পাশা।