1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
আবাসিক খাতে তীব্র গ্যাস সংকট - এখনই সময় টিভি
May 19, 2025, 6:38 pm

আবাসিক খাতে তীব্র গ্যাস সংকট

অনলাইন ডেস্ক:
  • Update Time : Thursday, January 9, 2025
  • 34 Time View

কুমিল্লায় আবাসিক খাতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। নগরীসহ শহরতলির বাসাবাড়িতে দিনে লাইনে গ্যাস মিলছে না। সকাল ৬টায় গ্যাস গেলে রাত ১০টার পর আসে। এতে লক্ষাধিক গ্রাহককে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সংকট এক মাস পেরিয়ে গেলেও মিলছে না কোনো সমাধান। কবে নাগাদ এ সংকটের নিরসন হবে, তা বলতে পারছে না বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

জানা যায়, গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নগরী এবং এর আশপাশের এলাকায় গ্যাস সংকট দেখা দেয়। আবাসিক খাতে দিনভর গ্যাস না পেয়ে গ্রাহকরা নানা ধরনের ভোগান্তি পোহাচ্ছে। নগরীর কান্দিরপাড়, বাগানবাড়ী, নতুন চৌধুরীপাড়া, চর্থা, সংরাইশ, হজরতপাড়া, নূরপুর, চকবাজার, চাঁনপুর, শুভপুর, শহরতলির বালুতুপা, চাঁপাপুর, বিবির বাজার এলাকায় গ্যাস সংকট বেশি। এসব এলাকায় দিনভর গ্যাস থাকে না। আবার রাতেও নিভু নিভু করে চুলা জ্বলে।

গৃহিণীরা জানান, সময়মতো গ্যাস পাওয়ায় রান্না করতে তাদের বেগ পেতে হচ্ছে। শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগ আরও বেড়েছে। নগরীর চর্থা এলাকার গৃহিণী সুরাইয়া বেগম বলেন, দিনভর আমরা কোনো প্রকার রান্নাবান্না করতে পারি না। নগরীর সংরাইশ এলাকার বাসিন্দা আব্দুল লতিফ বলেন, পূর্বঘোষণা ছাড়া গ্যাস সরবরাহ বন্ধ রাখা ঠিক না। সংকট এক মাস অতিবাহিত হলেও মিলছে না কোনো সমাধান। এমতাবস্থায় আমরা চরম দুর্ভোগের মধ্যে দিন পার করছি। তিনি আরও বলেন, লাইনে গ্যাস না থাকলেও বিল তো ঠিকই নেবে।

এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম বলেন, গ্যাসের চাহিদা যে পরিমাণে বাড়ছে অথচ সে পরিমাণে উৎপাদন বাড়ছে না। বিশেষ করে শীতে গ্রাহকদের গ্যাসের চাহিদা বেড়ে যায়।

তিনি আরও বলেন, ৩০ বছর আগের ৭০ পিএসআই এর পাইপলাইনে বর্তমানে বিপুলসংখ্যক গ্রাহকের চাহিদা পূরণ করা কঠিন। এরপরও আমরা সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের কারিগরি টিম মাঠে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV