গতকাল সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের গ্রন্থ উন্মোচন মঞ্চে কবি আসমা সরকারের ২৪’র জুলাই গণঅভ্যূত্থানের লেখা ‘স্বাধীনতার অভ্যূত্থান’ বইটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বহুভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী, কবি মঞ্জু খন্দকার, কবি এম এ কাউসার, প্রকাশক ফয়সাল বেপারী এবং কবি আসমা সরকারের চাচী ও পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ ফায়েজের কবিতা আবৃত্তি করা হয়। এসময় মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, ২৪’র জুলাই গণঅভ্যূত্থানের শহীদদের এবং আহতদের উৎসর্গ করা স্বাধীনতার অভ্যূত্থান বইটি ইতিহাসের এক ঐতিহাসিক দলিল হিসেবে সকলের কাছে সমাধিত থাকবে। তিনি বলেন, বইটিতে শুধু লেখক কবিতা লেখেননি, ছবিসহ প্রতিটি ঘটনা তুলে ধরার চেষ্টা করেছেন। কবি নিজেও সেই সময় একজন প্রতিবাদী লেখক হিসেবে নিজেকে প্রকাশ্যে প্রতিবাদ করেছিলেন। বইটিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন ঝুমা। তার প্রতিও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Leave a Reply