1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস (ইউএনআইপি) বাংলাদেশ শাখার প্রথম বার্ষিকী উদযাপন - এখনই সময় টিভি
May 20, 2025, 4:15 pm

ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস (ইউএনআইপি) বাংলাদেশ শাখার প্রথম বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : Tuesday, October 15, 2024
  • 66 Time View
ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস (ইউএনআইপি) বাংলাদেশ শাখার প্রথম বার্ষিকী উদযাপন

ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস (ইউএনআইপি) বাংলাদেশ শাখার প্রথম বার্ষিকী উদযাপন করা হয় সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ তারিখে পুরান ঢাকার স্টার কাবাবে। এই সংগঠনটি পরিবেশ সংরক্ষণ, শান্তি ও মানবাধিকারের লক্ষ্যে কাজ করে। এটি জাতিসংঘের ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অনুসরণ করে এবং এর রেফারেন্স নম্বর #234059। ইউএনআইপি ২০০টিরও বেশি দেশ এবং বিভিন্ন ফাউন্ডেশনের সাথে সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিবেশ ও সামাজিক সংগঠন। সম্প্রতি, সংগঠনটি তার কার্যক্রম সম্প্রসারণ করেছে এবং সারা বাংলাদেশে মানবাধিকার সেবা এবং এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে কমিটি গঠন করেছে।

এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা, যারা ইউএনআইপি’র উদ্দেশ্য ও কার্যক্রমকে তাদের উপস্থিতির মাধ্যমে তুলে ধরেছেন, যার মধ্যে শ্রীলঙ্কার আন্তর্জাতিক চেয়ারম্যান ড. যুবরাজ দালিয়ান; ড. ডি. এন. জেরিনা, জাতিসংঘ স্বেচ্ছাসেবক (UNV.5691640) এবং ব্রাজিলের কনিপা ফাউন্ডেশনের রাষ্ট্রদূত ইউএনআইপি বাংলাদেশ শাখার সভাপতি ড. রাজু সাহা এবং অন্যান্য আন্তর্জাতিক অনুষ্ঠানে কূটনীতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন ডেপুটি কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ, সহকারী কমিশনার অনিক সাহা, অতিরিক্ত কমিশনার (মানবসম্পদ) ঢাকার মমতাজ বেগম, ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান, কোতোয়ালি থানার অফিস ইনচার্জ মো. এনামুল, সূত্রাপুর থানার অফিস ইনচার্জ মো. সাইফুল ইসলাম এবং মো. হোসেন নাইম। তাদের উপস্থিতি অনুষ্ঠানে এক বিশেষ স্মরণীয় আবহ সৃষ্টি করে।

ইউএনআইপি’র জাতীয় প্রেস ও প্রকাশনা সচিব এবং আইটি পরিচালক আরিফিন হাসান চৌধুরী; জাতীয় অফিস সচিব আবির চন্দ্র দাস; জাতীয় জনসংযোগ কর্মকর্তা সুশান্ত চন্দ্র সরকার এই অনুষ্ঠানের আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইউএনআইপি বেশ কয়েকটি উন্নয়নমূলক লক্ষ্য নির্ধারণ করেছে, যার মধ্যে রয়েছে সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন, জীবনমান উন্নতি, জেন্ডার সমতা, সংসদীয় সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, টেকসই শান্তি, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ব্যবস্থা, অহিংস সমাজ এবং শিল্প উন্নয়ন। সংগঠনটি এই লক্ষ্যে একটি বৈশ্বিক প্রকল্প পরিচালনা করছে।

 

অনুষ্ঠানে ইউএনআইপি বাংলাদেশ শাখার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সহযোগীর উপস্থিতি লক্ষ্য করা যায়, যেমন মহাসচিব রফি উদ্দিন আহমেদ সুজন, জাতীয় নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ঝনাবি আদিত্য, নাসিমা আহমেদ ফারহা, রোজি মজুমদার, জাতীয় যুগ্ম সচিব কাজী নাসির উদ্দিন, উপদেষ্টা মো. কুতুব উদ্দিন, জাতীয় সমন্বয়ক মো. খোরশেদুল আলম, উপ-জাতীয় সমন্বয়ক মো. আবু শোয়েব লেমন, জাতীয় শরণার্থী সমন্বয়ক হ্যাভিং-এসএমএসহাঙ্গা, নির্বাহী সদস্য মো. আবু আলিফ, করুণা রেমা, জাতীয় যুব সমন্বয়ক আল-আমিন ফাহিম, জাতীয় প্রোভস্ট ফারাহ দীবা, জাতীয় স্বাস্থ্য সমন্বয়ক আশিকুর রহমান আকাশ, জাতীয় সংগঠন সমন্বয়ক সৈয়দ মিজানুর রহমান সেলিম, জাতীয় প্রকল্প সমন্বয়ক আরফান শরীফ, জাতীয় প্রেস ও প্রকাশনা সমন্বয়ক গৌতম কুমার, সাংবাদিক এ এফ এম রাসেল পাটোয়ারী সামাজিক কাজে সহায়তা করে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ব্যাপক ভুমিকা রাখার কারনে এই সম্মাননা প্রদান করা হয়।

মানবাধিকার ফাউন্ডেশন পক্ষ থেকে জনাব শামসুল হক কে বিশেষভাবে সম্মাননা দেওয়া হয়। এডবর এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইউএনআইপি পরিবেশ সংরক্ষণ, শান্তি, টেকসই উন্নয়ন এবং শান্তিপূর্ণ বিশ্বের সৃষ্টি করার লক্ষ্যে কাজ করে। অনুষ্ঠানে ইউএনআইপি বাংলাদেশ শাখার সেরা ব্যক্তিত্বদের সম্মানিত করে ‘গোল্ডেন অ্যাওয়ার্ড’প্রদান করা হয়। ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস বাংলাদেশ একটি শান্তিপূর্ণ বিশ্ব গঠনে নিবেদিত। ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস (ইউএনআইপি) বাংলাদেশ শাখা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV