1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
`উইমেন ফর উইমেন এ রিসার্চ এন্ড স্টাডি গ্রুপ’এর বার্ষিক সভা - এখনই সময় টিভি
May 9, 2025, 7:20 am

`উইমেন ফর উইমেন এ রিসার্চ এন্ড স্টাডি গ্রুপ’এর বার্ষিক সভা

Reporter Name
  • Update Time : Wednesday, March 19, 2025
  • 20 Time View

সৈয়দ সাইফুল করিম: সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো ‘উইমেন ফর উইমেন, এ রিসার্চ এন্ড স্টাডি গ্রুপ’ এর বার্ষিক সাধারণ সভা এবং ২০২৪-২০২৬ সালের জন্য কার্যকরি কমিটি নবায়ন ও পরিচালনা পর্ষদের নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা । বিগত সময়ে অগ্রাধিকার ভিত্তিতে বয়োজেষ্ঠ নারীদের অন্তর্র্ভূক্ত করেই পরিচালনা কমিটি গঠন করা হতো। এবারের পরিচালনা পর্ষদের নির্বাচিত সভাপতি জাকিয়া কে হাসান বিগত এই প্যারাডাইম শিফট করে অপেক্ষাকৃত নবীনদের নিয়ে গঠন করেছেন নতুন কমিটি তিনি মনে করেন, বিশ্বব্যাপী বর্তমান শ্লোগান হচ্ছে ‘সব বয়সীদের জন্য সমাজ’ তাই সকল ক্ষেত্রেই আন্তঃপ্রজন্ম এর সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে রাষ্টের বিনির্মাণ জরুরি যা এখন সময়েরও দাবি। এই প্রয়োজনীয়তাকে অনুভব করেই এবারের কার্যকরী কমিটিতে সভাপতি জাকিয়া কে হাসান নবীন সদস্যদের সম্পৃক্ত করার বিষয়ে জোর দিয়েছেন এবং নতুন কমিটি গঠন করেছেন যা সংস্থার আগামি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে। সংস্থার অন্যান্য সদস্যগণ এই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন এবং সকলের সাফল্য কামনা করেছেন। ২০২৪-২০২৬ সালের কার্যকরি কমিটিতে যারা রয়েছেন:১.সভাপতি: জাকিয়া কে হাসান, ২.সহ-সভাপতি: রওশন জাহান, ফেরদেীসী বেগম,  ৩.সাধারন সম্পাদক:ফারহানা মলয়া চৌধুরী, ৪.যুগ্ম সম্পাদক:শ্যামা সরকার, ৫.কোষাধ্যক্ষ:দিলারা জাহান স্বপ্না, ৬.যুগ্ম-কোষাধ্যক্ষ: ড.আলেয়া পারভীন, ৭সদস্য:রাশেদাআখতার খানম, অধ্যাপক দরিয়ানূর বেগম, ড.ফিরোজা বেগম, ৮. অব্যবহিতপূর্ব প্রেসিডেন্ট: ড.নিলুফার বানু।  উল্লেখ্য, নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সত্তর দশকে সমাজের অগ্রগামী নারীদের সম্পৃক্ততায় ‘উইমেন ফর উইমেন, এ রিসার্চ এন্ড স্টাডি গ্রুপ’ একটি পথিকৃত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। সংস্থাটি তার দীর্ঘ পথ পরিক্রমায় সমাজের বিভিন্ন স্তরের উচ্চ পর্য়ায়ের বিখ্যাত নারীদের পষ্ঠপোষকতায় পরিচালিত হয়ে আসছে। সংস্থার মূল উদ্দেশ্য হলো নারী বিষয়ক গবেষণা কার্যক্রম, সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান, নারী ইস্যু নিয়ে সেমিনার, বিভিন্ন দিবস পালনসহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV