এখনই সময় টিভি: লহ্মীপুর জেলার রায়পুর উপজেলার ১নং উত্তরচর আবাবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্বাধীনতার দীর্ঘ ৫০ বছরেও এই রাস্তার উন্নয়নের কাজ হয়নি। কাঁচা রাস্তার কারণে সাধারণ মানুষের চলাচল করতে দুর্ভোগ পহাতে হচ্ছে। এই রাস্তায় খাদা খন্দক ভরে গেছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার গর্তগুলো পানিতে সয়লাভ হয়ে যায়। রাস্তায় চলাচল করার জন্য তেমন কোন পরিবেশ নাই। অতিদ্রুত যেন রাস্তার কাজ করা হয় এই প্রত্যাশা এলাকাবাসীর। রিপোর্ট করেন সাংবাদিক মনসুর রহমান পাশা। ক্যামেরায় ছিলেন সালমান।