বিক্ষোভে সমর্থন দেওয়ায় ইরানে অস্কারজয়ী অভিনেত্রী গ্রেফতার
ইরানে হিজাব ইস্যুতে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করায় দেশটির অস্কারজয়ী অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার ইরানের গণমাধ্যম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তুরস্কের ইস্তাম্বুলে উদ্বোধন করা হলো ইউরোপের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস স্টোরেজ। এই স্টোরেজের ধারণক্ষমতা ৪.৬ বিলিয়ন কিউবিক মিটার। তুরস্কের প্রেসিডেন্টে রিসেপ তাইয়েপ এরদোগান এর উদ্বোধন করেছেন। ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। মজার বিষয় হল এখানে বসবাসকারী বহু মানুষের বাড়ির রান্নাঘর ও শোয়ার ঘর রয়েছে দুই দেশের মধ্যে। শুনতে অদ্ভুত মনে হলেও ঠিক এমনই এক গ্রাম রয়েছে ভারতবর্ষের মধ্যেই। এই গ্রামটি নাগাল্যান্ডে অবস্থিত। এই গ্রামের ঠিক মাঝখান দিয়ে চলে গিয়েছে ভারত ও মায়ানমার সীমান্ত। সাধারণত কোনিয়াক আদিবাসীদের বসবাস এই গ্রামে। প্রযোজনা উপদেষ্টা: মনসুর রহমান পাশা। দেশ বিদেশের সর্বশেষ খবর পেতে এখনই টিভির সাথেই থাকুন।