লিবিয়া উপকূলে ইউরোপের অভিবাসন প্রত্যাশীদের একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন ৭৩ জন। সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। দুই দেশেরই উদ্ধারকারী দলগুলো এখন বিস্তীর্ণ এলাকায় উদ্ধারকাজ গুটিয়ে আনছে। কারণ জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। মালিতে গত ১১ ফেব্রুয়ারি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২ (রোটেশন-৪) পরিদর্শনে আসেন জাতিসংঘ সদরদপ্তরের পিএইটি (পারফরম্যান্স অ্যাসেমেন্ট অ্যান্ড ইভলুয়েশন টিম) প্রতিনিধিদল। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন পশ্চিমবঙ্গের মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও অভিনেত্রী জুন মালিয়া। বুধবার বিকালে তাকে বহনকারী গাড়িটি দুর্ঘটনারকবলে পড়ে। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার উলবেরিয়ায়। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও বিধায়ক নিজে সুরক্ষিত আছেন।