1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
এটিজেএফবি'র সভাপতি তানজিম আনোয়ার, সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব, রাজিব ঘোষ সহ সভাপতি - এখনই সময় টিভি
May 20, 2025, 4:13 pm

এটিজেএফবি’র সভাপতি তানজিম আনোয়ার, সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব, রাজিব ঘোষ সহ সভাপতি

Reporter Name
  • Update Time : Friday, December 20, 2024
  • 40 Time View

নিজস্ব প্রতিবেদকঃ

এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য সংগঠনটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি তানজিম আনোয়ার ও সাধারণ সম্পাদকে এশিয়ান টেলিভিশনের প্রধান প্রতিবেদক বাতেন বিপ্লব।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের পল্টন টাওয়ারের ইআরএফ মিলনায়তনে নির্বাচনের মাধ্যমে এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এর আগে সকাল দশটা থেকে একটা পর্যন্ত চলে বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় বিগত কমিটি তাদের আয়-ব্যয়সহ নানা বিষয় তুলে ধরে। এ সময় এজিএমে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

দুপুর আড়াইটায় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। এটিজেএফবির নতুন কমিটির সদস্যরা হলেন সহ-সভাপতি ডিবিসির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষ, যুগ্ম সম্পাদক বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সিনিয়র রিপোর্টার মো. শফিউল্লাহ সুমন, অর্থ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার মাহফুজ কামাল বাবু, সাংগঠনিক সম্পাদ যৌথভাবে বাংলা অ্যাফেয়ার্সের বিশেষ প্রতিনিধি জুলহাস কবীর ও ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক আদনান রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক যায়যায়দিনের বিশেষ প্রতিনিধি আলতাব হোসেন, দপ্তর সম্পাদকে এনটিভির নিয়ামুল আজিজ সাদেক।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন বাংলা আউটলুকের বিশেষ প্রতিনিধি মুক্তাদির রশিদ রোমিও, কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমী, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রাশিদুল হাসান, বিটিভির সিনিয়র রিপোর্টার খালিদ আহসান ও বিডিনিউজ টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার গোলাম মর্তুজা অন্তু।

এটিজেএফবির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম । এ ছাড়া নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নীলাদ্রি মহারত্ন ও সোহেল হোসেন পাটোয়ারী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV