দেশ স্বাধীন হওয়ার আগ থেকেই যিনি গান গেয়ে প্রসংশায় ভাষছিলেন তিনিই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বাংলাদেশটা দেশটা স্বাধীন করার জন্য গান গেয়ে মুক্তি যোদ্বাদের অনুপেরনা যুগিয়ে ছিলেন তিনিই একজন কাল জয়ী গায়ক আবদুল জব্বার। তার বিশাল গানের ভান্ডার ও অবিশ্বরনীয় গায়কী বঙবন্ধুকে কাছে টেনে ছিল। আমিও তার গানের ভক্ত ছিলাম। আজ আর তিনি আমাদের মাঝে বেচে নেই আমরা তার রুহের মাগ ফেরাত কামনা করছি।