পশ্চিম তীর আজ আর শুধু একটি ভূখণ্ড নয়, খোলা আকাশের নিচে এক বিস্তৃত কারাগার। যার প্রাচীর দেখা যায় না। কিন্তু আগ্রাসি বিষে বিষাক্ত ফিলিস্তিনের পশ্চিম তীরের ছোট-বড় প্রতিটি অঙ্গই ইসরাইলের নিষ্ঠুর সামরিক চেকপয়েন্টে বাধা— সব মিলিয়ে ৮৯৮টি। যেখানে দিনের আলো ফোটার আগেই থমকে যায় লাখ লাখ ফিলিস্তিনির পৃথিবী! চেকপয়েন্টগুলোর সামনে দাঁড়ানো মানেই অনির্দিষ্ট সময়ের অপেক্ষা, ইচ্ছাধীন তল্লাশি, কখনো অপমান, সেই সঙ্গে নির্যাতন। রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে ফটকে। স্কুলের সময় পেরিয়ে গেছে, তবুও মেলেনি সেনাদের অনুমতি। সরানো হয়নি বাধা। পশ্চিম তীরজুড়েই ছড়িয়ে আছে এই অদৃশ্য শিকল, যেখানে প্রতিদিনই নিয়ম করে ‘বন্দি’ থাকেন ফিলিস্তিনিরা।