ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাকে আরও সংকুচিত ও বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
কাটজ তার এক্স অ্যাকাউন্টে এক পোস্টে বলেছেন, ‘গাজা আরও ছোট এবং আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং এর আরও বেশি সংখ্যক বাসিন্দাকে যুদ্ধাঞ্চল থেকে সরে যেতে বাধ্য করা হবে।’
তিনি বলেন, ইহুদিদের পাসওভার ছুটির সময় ইসরাইলি সামরিক বাহিনী মোরাগ অক্ষের নিয়ন্ত্রণ নিয়েছিল। এটি গাজাজুড়ে পূর্ব থেকে পশ্চিমে প্রসারিত একটি ১২ কিলোমিটার করিডোর যা খান ইউনিস এবং রাফাহ শহরগুলোকে পৃথক করে।
তিনি আরও লেখেন, ‘ফিলাডেলফি করিডোর এবং মোরাগের মধ্যবর্তী এলাকাটি এখন ‘ইসরাইলি নিরাপত্তা অঞ্চলের অংশে পরিণত হয়েছে।’
Leave a Reply