গোটা বিশ্ব চালাচ্ছি উপভোগ করছি পোপ হতে চান ট্রাম্প! সীমান্তে গভীর সুড়ঙ্গ পাকিস্তানের এক রুটির দাম ৬৬৭ টাকা ইতিহাসের বড় দাবানল ইসরাইলে চলতি বছরের ২২ মার্চ। ভোরের আলো ফুটতে না ফুটতেই তুমুল ঝড় শুরু হয় গাজার বেইত হানুনে। এ বিপর্যয়ের মধ্যেই বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েন ৬০ বছর বয়সী ওমর আল-জা’আনিন। একা নন, সঙ্গে নেন পরিবারের বাকি ছয় সদস্যকেও। স্ব-পরিবারেই ছুটে যান ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দিকে। একটু আশ্রয়ের খোঁজে। শুধু আল-জা’আনিনই নন, ইসরাইলের ভয়ঙ্কর থাবা থেকে বাঁচতে বেইত হানুন থেকে পালিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন গাজার পশ্চিমের ইসলামিক বিশ্ববিদ্যালয়ে। এক সময় শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকা গাজার সেই জ্ঞান-বিজ্ঞানের বাতিঘর এখন শরণার্থী শিবির।
Leave a Reply