গ্লোবাল ষ্টার কমিউনিকেশন কর্তৃক আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে এবার আজীবন সম্মাননা পাচ্ছেন উপমহাদেশের কিংবদন্তী নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, ফটো সাংবাদিক নুর উদ্দিন আহমেদ ও চলচ্চিত্রের কিংবদন্তী আনোয়ারা বেগম।
৬ জানুয়ারি ২০২৫ সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক শিল্প-সাহিত্য-সংস্কৃতির মননশীল প্রতিষ্ঠান গ্লোবাল স্টার কমিউনিকেশন। আগামী ১৭ জানুয়ারি ২০২৫ রাজধানীর হোটেল হলিডে ইন ঢাকায় গ্লোবাল ষ্টার অ্যাওয়ার্ড ২০২৪। এই আসরের মাধ্যমেই দ্বিতীয় ভারের মতো আজীবন সম্মাননা ৩টি বিভাগ যুক্ত হয়েছে। আর সেই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে গুনী ৩ জন কে। এর মধ্যে তিনি সম্মাননাটি নিজ হাতে গ্রহণ করার বিষয়ে সম্মতিও দিয়েছেন আয়োজকদের। প্রধান আয়োজক কমিটির কর্ণধার আর কে রিপন বিষয়টি নিশ্চিত করেন।
এবার গ্লোবাল স্টার জুরি বোর্ড, কয়েকটি বিভাগে মোট ৩০টি পুরস্কার প্রদান করা হবে। চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, মিউজিক ভিডিও, নাচ এবং আবৃত্তিতে সেরা শিল্পীদের পুরস্কৃত করা হবে।
আর জুরি বোর্ডের দায়িত্ব পালন করছেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা, মিডিয়া ব্যক্তিত্ব তাশিক আহমেদ, একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও সিইও তাসনোভা মাহবুব সালাম, সংগঠক সালাম মাহমুদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্য শিল্পী ও নৃত্য পরিচালক ইভান শারিয়ার সোহাগ, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মাশায়েদ রহমান মুন এবং মানবাধিকার সংগঠক মোঃ মঞ্জুর হোসেন ঈসা।
পুরস্কার প্রদানের পাশাপাশি আয়োজনটিকে জমকালো করার জন্য থাকছে জনপ্রিয় তারকাদের নাচ ও গানের পরিবেশনা। কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, রবি চৌধুরী, কন্ঠ শিল্পী ন্যান্সি, তানজিন তিশা, বারী শখসহ দেশবরেণ্য শিল্পীরা উপস্থিত হবেন। অনুষ্ঠানে মাননীয় বিচারপতি, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন।
মূল অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় মুখ দেবাশীষ বিশ্বাস ও জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা তমা রশীদ।