1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
জমকালো আয়োজনে আইফিক্সফাস্ট এর ২য় ধাপের সার্টিফিকেট বিতরন - এখনই সময় টিভি
May 20, 2025, 4:12 pm

জমকালো আয়োজনে আইফিক্সফাস্ট এর ২য় ধাপের সার্টিফিকেট বিতরন

স্টাফ রির্পোটার :
  • Update Time : Friday, May 3, 2024
  • 113 Time View

মোবাইল সার্ভিসিং এন্ড রিপেয়ারিং প্রশিক্ষণ কোর্সের নবম,দশম ও ১১তম ব্যাচের ৮০ শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট প্রদান করেছেন দেশের জনপ্রিয় ও সুপরিচিত বিশ্বস্ত প্রতিষ্ঠান আইফিক্সস ফাস্ট।

আবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ছিলো তিন মাস।আজ ৩ মে-২৪ ইং শুক্রবার আইফিক্সফাস্ট এর কনভেনশন হলে কোর্সের ২য় সার্টিফিকেট প্রদান করেন প্রতিষ্ঠান টি।
২য় সেশনে ৮০ জনের ও বেশী ছাত্র-ছাত্রীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন আইফিক্সস ফাস্ট।

উক্ত সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইফিক্সস ফাস্ট এর স্বপ্নদ্রষ্টা সিইও আকিবুল ইসলাম আরিয়ান,বিজনেস বাংলাদেশ পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার,মাসুদ রানা,আইফিক্সস ফাস্ট সিনিয়র প্রশিক্ষক(ট্রেইনার)বাপ্পী সার্নো,ও সহকারী ট্রেইনার মাহাদী হাসান,বাহাউদ্দিন ও তানবির আহমেদ ও আইফিক্সস ফাস্টের এস আর এডমিন মাজহারুল ইসলাম প্রমূখ ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV