1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
জাতীয়করণ ও ঈদ বোনাস দাবি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিদের - এখনই সময় টিভি
May 20, 2025, 4:11 pm

জাতীয়করণ ও ঈদ বোনাস দাবি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিদের

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : Saturday, April 6, 2024
  • 362 Time View

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম-প্রহরীদের চাকরি জাতীয়করণ ও ঈদ বোনাস পুনর্বহালসহ ৪ দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি করছেন ওই পদে কর্মরতরা। জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বুধবার (২৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতির মাধ্যমে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কাম প্রহরী সমন্বয় পরিষদের ব্যানারে তারা এই কর্মসূচি পালন করছেন। এতে বক্তৃতা করেন সংগঠনের আহ্বায়ক মামুন সরদার,সদস্য সচিব আব্দুর রহমান,যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও শামীম রেজা প্রমুখ।

বক্তারা বলেন,২০১৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কাম-প্রহরী আউটসোর্সিং নীতিমালার অস্থায়ী চুক্তিভিত্তিক নিয়োগে প্রাধানমন্ত্রী শেখ হাসিনা সৃজিত পদে ৩৭ হাজার দপ্তরি কাম-প্রহরী নিয়োজিত হয়। তারা ৩৭ হাজার দপ্তরি কাম-প্রহরী আওয়ামী লীগ পরিবারের সন্তান।

তারা আরও বলেন,সরকারের আস্থা অর্পণ ও নির্ভর করে দীর্ঘ ১১ বছর আউটসোর্সিং নীতিমালায় জীবনের ঝুঁকি নিয়ে দিবারাত্রি সার্বক্ষণিক ২৪ ঘণ্টা অমানবিক দায়িত্ব পালন করে আসছি। এমন অবস্থায় দপ্তরি কাম-প্রহরীদের চাকরি জাতীয়করণ ও ঈদ বোনাস পুনঃবহালসহ ৪ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে চার দফা দাবি তুলে ধরেন তারা।

তাদের দাবিগুলো হলো- চাকরি জাতীয়করণ,উৎসব,বৈশাখী ও শিক্ষা ভাতা প্রদান,২০২৩ সাল থেকে সরকার ঘোষিত ৫ শতাংশ হারে প্রণোদনা প্রদান এবং সার্বক্ষণিক ২৪ ঘণ্টা দায়িত্ব পালন থেকে মুক্তি দিয়ে শ্রম আইন অনুযায়ী দায়িত্ব পালনের সুযোগ দেয়া।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV