মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ‘দখল’ এবং এটি পুনর্নির্মাণের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানার জন্য অপেক্ষা করছে রাশিয়া। স্থানীয় সময় সোমবার (১০ ফেব্রুয়ারি) মস্কোতে এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘প্রস্তাবটি (ট্রাম্পের গাজা খালির প্রস্তাব) সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর নেই। এটি যদি একটি ধারাবাহিক কর্মপরিকল্পনা হয় তবে আমাদের কিছু বিস্তারিত জানার জন্য অপেক্ষা করতে। সেখানে প্রায় ১.২ মিলিয়ন ফিলিস্তিনি বাস করে- এটাই মূল সমস্যা। তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশনে ওই বাসিন্দাদের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
Leave a Reply