দুই সপ্তাহও হয়নি। রক্ষণশীল পডকাস্টার টাকার কার্লসন সাক্ষাৎকার নিচ্ছিলেন কাতারের প্রধানমন্ত্রীর। কঠোর হাতে গাজার যুদ্ধবিরতি কার্যকর করার জন্য উভয়েই উচ্ছ্বসিতভাবে প্রশংসা করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সাক্ষাৎকারেই কার্লসন বলেন, ‘ট্রাম্প নির্বাচিত হলেন নভেম্বরে, জানুয়ারিতে হলো অভিষেক। আর সঙ্গে সঙ্গেই যুদ্ধবিরতি কার্যকর হলো।’ জবাবে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-সানি বললেন, ‘আমাকে যে বিষয়টি আসলেই কষ্ট দেয়, সেটা হলো চলতি বছরের ১৫ জানুয়ারি যা অর্জিত হলো, সেটার প্রায় ৯৫ শতাংশই ডিসেম্বর ও মার্চেই হয়ে গিয়েছিল।’ সানি বলেন, ‘আগের (বাইডেন) প্রশাসনের সঙ্গে আমরা খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছিলাম…কিন্তু দিন শেষে…অবশ্যই প্রেসিডেন্ট ট্রাম্প…তারা জানতেন, অভিষেকের আগে কোনো চুক্তি না হলে তার প্রভাব পড়বে।’