ছাত্র-জনতা হত্যাকারী হাসিনা সরকারের বিচার কর, সন্ত্রাস দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নাও এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দাও উক্ত দাবিতে আজ শাহবাগে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের যৌথ আয়োজনে বিক্ষোভ সমাবেশ করে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ’র সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক প্রিজম ফকির, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহাইল হাসান শুভ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাসান ওয়ালী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন ও প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পদত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে শোষণ বৈষম্যহীন সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠানে গনতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে। এবং ছাত্র-জনতা হত্যার প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশদাতা খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে৷
সাম্প্রতিক শক্তির আক্রমণে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যালয় ভাংচুর করা হয়েছে, সমাবেশ থেকে ভাংচুরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়৷