1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
 থানার ইনচার্জ পরিচয়ে ছিনতাই, মটর সাইকেল জব্দ - এখনই সময় টিভি
May 20, 2025, 4:12 pm

 থানার ইনচার্জ পরিচয়ে ছিনতাই, মটর সাইকেল জব্দ

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : Sunday, May 5, 2024
  • 124 Time View

বাগেরহাটের চিতলমারীতে থানার ইনচার্জ অফিসার ও এস আই পরিচয় দিয়ে দিবালোকে মাছ ব্যবসায়ীর নগত টাকা, চিংড়ীর রেনু পোনা ও মোবাইল ফোনসহ প্রায় ২লক্ষ টাকার মালামাল ছিনতাই করেছে একটি দুর্বৃত্ত চক্র। গত শুক্রবার (০২ মে) সকালে চিতলমারী সদর ইউপি চেয়ারম্যানের বাড়ী ও সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যবত্তী একটি কালবার্টের উপরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

মাছ ব্যবসায়ী তোফাজ্জল হোসেন জুয়েল রবিবার (৫ মে) সাংবাদিকদের বলেন ছিনতাইকারী দলের প্রধান দাউদ শেখ সঙ্গীয় রহমান , একলাছ ও বাবুল তার মাছের গাড়ী রোধ করে। এ সময় দাউদ নিজেকে থানার ইনচার্জ আফিসার পরিচয়দেয় এবং বলে তোরা অবৈধ মাছের ব্যবসা করিস! শালার বেটা তোদের জন্য শুক্রবার ও ঘুমাতে পারিনা।

এ সময় রহমান থানার সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে দাউদ শেখকে স্যার স্যার বলে শান্তনা দেয়। এরই মধ্যে ওই ব্যবসায়ীর ৫০ হাজার ৪ শ’৬৫ পিচ চিংড়ি রেনু, নগত ১৮ হাজার ৯০০শত ১০ টাকা, ও মোবাইল ফোন ছিনতাই করে নেয় ওই চক্রটি।
মাছ ব্যবসায়ী তোফাজ্জল হোসেন জুয়েল বরিশাল জেলার কাউনিয়া উপজেলার জগদ্দল গ্রামের মৃত: আঃ খালেক হাওলা দারের ছেলে। এবং ছিনতাইকারী দলের সদস্যরা হলেন চিতলমারী উপজেলার আড়–য়াবর্নী গ্রামের মৃত: বেল্লাল শেখের ছেলে দাউদ , মৃত: উকিল শেখের ছেলে রহমান , জালাল শেখের ছেলে বাবুল এবং গঞ্জর শেখের ছেলে একলাছ ।

এঘটনায় চিতলমারী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ছিনতাই কাজে ব্যবহৃত লাল রং এর একটি পালসার মটর সাইকেল জব্দ করেছে।

এব্যপারে থানার আফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন একটি অভিযোগ পেয়েছেন বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV