1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
দাগনভূঞায় ত্রাণের চাউল লুট করেছে দূর্বৃত্তরা - এখনই সময় টিভি
May 20, 2025, 4:15 pm

দাগনভূঞায় ত্রাণের চাউল লুট করেছে দূর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : Tuesday, September 3, 2024
  • 53 Time View
দাগনভূঞায় ত্রাণের চাউল লুট করেছে দূর্বৃত্তরা

দাগনভূঞায় রামনগর ইউনিয়নের সততা ফিলিং স্টেশন থেকে ত্রানের চাউল লুট ও স্বেচ্ছাসেবকদের উপর হমলা করেছে দূর্বৃত্তরা।

স্থানীয়রা জানায়, গত ৩১ আগস্ট দিবাগত রাতে রামনগর ইউনিয়নের সততা ফিলিং স্টেশনে রাখা ১৭ বস্তা ত্রানের চাউল, ৪ বস্তা আলু ও তেলের বোতল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রামনগরের মিনাগাজী ভূঞা বাড়ীর ছনু মিয়ার ছেলে ইসমাইল,আমির,হানিফ ও একই বাড়ীর রফিকের বিরুদ্ধে। এ বিষয়ে ত্রাণ দাতারা সিসিটিভি ফুটেজ দেখতে ঘটনাস্থলে গেলে তাদের উপর হামলা চালায় ইসমাইল ও তার পরিবারের সদস্যরা। তাদের হামলায় আহত হন, স্বেচ্ছাসেবক আবির, আফসার, মাসুদসহ কয়েকজন। সততা ফিলিংয়ের সিসিটিভি ফুটেজেও চাল চুরির ঘটনায় ইসমাইল গংদের দেখা যায়। এদিকে ইসমাইলের পরিবারের সদস্যরা হুমকি দেয় যে এ চাউলের বিষয়ে যে বাড়াবাড়ি করবে তাদের নামে নারী নির্যাতনের মামলা করবে। ইসমাইল তাদের প্রাণনাশের হুমকিও দেয়। এদিকে ইসমাঈলের বিরুদ্ধে গরু চুরির মামলাও রয়েছে। এছাড়া হোন্ডা চুরি ,বিভিন্ন গাড়ি থেকে রড় চুরি,ত্রাণের মাল চুরিসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । এদিকে এঘটনার মূল হোতা হিসেবে জেলা ছাত্রদলের এক নেতাকে অভিযুক্ত করছেন ত্রাণ দাতারা।

এবিষয়ে অভিযুক্ত ইসমাইলের কাছে চাইলে তিনি অস্বীকার করেন। এবং বলেন এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র দাগনভূঞা থানার ওসি আবুল হাশিম জানান, ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করি। এবিষয়ে লিখিত অভিযোগ ফেলে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV