বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনাল এর প্রসিকিউটার প্রশাসন গাজী এম.এইচ.তামিম সফর করেছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সফর কালে তিনি উপজেলার হিজলা ও চিংগুড়ী গ্রামের কৃতি সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদ জসিম ফকির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদ সাব্বির মল্লিকের কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে তিনি দুই শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন এবং সমবেদনা জ্ঞাপন করেন। এসময় তিনি দুই শহীদ পরিবারকে সর্বাত্মক আইনী সহ যোগিতার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া ক্ষতিগ্রস্ত দুই পরিবারের জন্য সরকারী ভাবে বরাদ্ধকৃত আর্থিক সুযোগ সুভিধা প্রদানের জন্য উপস্থিত উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষন করেন। দুই শহীদ পরিবারের সাথে কথপোকথন শেষে উস্থিত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।
এসময় তার সফর সঙ্গীসহ উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজ বংশী, থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার রায়, চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি মো: একরামুল হক মুন্সী তৎ সঙ্গীয় সাংবাদিক বৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ।