বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘নির্বাচনের বিষয়ে বিএনপি সিরিয়াস না। তাদের নেতা ও নেত্রী দুজনই দ-প্রাপ্ত আসামি। তারা কোন কারণে নির্বাচনের জন্য সিরিয়াস হবে?’ * বাংলাদেশ রেলওয়ে অনলাইনে এবং অফলাইনে আন্তঃনগর ট্রেনের টিকিট কাটার জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করেছে। টিকিট কালোবাজারি প্রতিরোধ, বিনা টিকিটে ভ্রমণে জরিমানা করা এবং ভাড়া আদায় সহজ করার লক্ষ্যে এমন ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। * প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল গণভবনে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলে যুক্তরাষ্ট্র মনে করে, গণতন্ত্রকে শক্তিশালী করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। মানবাধিকার সুরক্ষায় জোর দেওয়ার পাশাপাশি ভিন্নমতাবলম্বীরা যাতে হেনস্তার শিকার না হয়, সেটাও গুরুত্বের সঙ্গে দেখে যুক্তরাষ্ট্র।