পর্নো তারকাকে দেওয়া ঘুষের ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে জোরালো সমর্থন দিয়েছেন তার দল রিপাবলিকান পার্টির প্রধান দাতারা।
যুক্তরাষ্ট্রে পাঁচ নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে ট্রাম্পকে লাখ লাখ ডলার দিয়ে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
নিউ ইয়র্কের আদালতে ছয় সপ্তাহের বিচার শেষে ১২ জুরি দুইদিনের আলোচনার পর ট্রাম্পকে ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত করেন। ট্রাম্পই দোষী প্রমাণিত হওয়া প্রথম একজন প্রেসিডেন্ট প্রার্থী, যিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে মোটা অঙ্কের ঘুষ দিয়েছিলেন তিনি। তাছাড়া, এই অর্থ দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক রেকর্ডেও জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ আছে।
বৃহস্পতিবার মামলার বিচারের রায়ে আদালত ঘুষের ওই ঘটনা ধামাচাপা দিতে নথিপত্র জাল করার অপরাধে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে। আগামী ১১ জুলাই ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। তাতে তার কারাদণ্ড হতে পারে।
রক্ষণশীল চিন্তাধারার অনেক রিপাবলিকান দাতাই ট্রাম্পের বিরুদ্ধে পরিচালিত এ মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দেখেন।
ট্রাম্পের দাবি, নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাট শিবির আইনি ঝামেলায় ফেলে তাকে দুর্বল করার চেষ্টা করছে। আর তার এ কথারই প্রতিধ্বনি করছেন রিপাবলিকান ওই দাতারা। তবে বাদীপক্ষের কৌঁসুলিরা এমন দাবি সত্য নয় বলে উড়িয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার জুরিরা ট্রাম্প দোষী বলে রায় জানানোর পর যেসব বড় দাতা তাকে জোর সমর্থন দিয়েছেন, তাদের মধ্যে আছেন ধনকুবের ক্যাসিনো ব্যবসায়ী মিরিয়াম অ্যাডেলসন ও হটলিয়ার রবার্ট বিগলো।
তারা যে আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন তাতে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে ট্রাম্পের পক্ষে ব্যাপকভাবে বিজ্ঞাপন প্রচার, দ্বারে দ্বারে ভোট চাওয়া এবং ফোন ব্যাংকিং সেবা ত্বরান্বিত হবে।