বাগেরহাটের চিতলমারী উপজেলার নবাগত নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সাথে চিতলমারী প্রেসক্লাব সাংবাদিকগণ সৌজন্য সাক্ষাত করেছেন। সোমবার (০৭ অক্টোবর) সকাল ১০টায় নির্বাহী অফিসারের অফিস কক্ষে তার হাতে ফুলের তোড়া দিয়ে সাংবাদিকগন অভিনন্দন জানান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সকলের পরিচয় জেনে নেন এবং কুশলাদী বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো: একরামুল হক মুন্সী, সাধারণ সম্পাদক অরুন কুমার সরকার, সহ-সভাপতি এসএম সহিদুল হক টিপু, মো: আজাদ খান, যুগ্ন সাধারণ সম্পাদক মো: তানজির মুন্সী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রিন্স হালদার, সাহিত্য বিষয়ক সম্পাদক জুড়ান চন্দ্র মন্ডল, নির্বাহী সদস্য জিসান মুন্সী, মো: মিরাজুল ইসলাম, শেখ শাজাহান শোভা প্রমুখ।
এ ছাড়া এ সময় আরো উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডা।